তাসমানপাড়ে আইসিসির অধীনে শনিবার (১৫ অক্টোবর) এক ফটোসেশনে যোগ দেয় এবারের বিশ্বকাপে খেলা ১৬ দলের ১৬ অধিনায়ক। মেলবোর্নে রিজেন্ট থিয়েটারের প্লাজা বলরুমে সেই ফটোসেশনের পর অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের সেলফিতে সব দলের অধিনায়ক ফ্রেমবন্দি হন।
শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। ১৬ অক্টোবর শ্রীলঙ্কা–নামিবিয়া ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই টুর্নামেন্টের। আর মূল পর্ব শুরু হবে ২২ অক্টোবর থেকে। মাঝে সব দলই খেলবে ওয়ার্মআপ ম্যাচ। এরই মধ্যে বিশ্বকাপে অংশগ্রহণ করা সব টিমই পৌঁছে গেছে অস্ট্রেলিয়াতে।
আরও পড়ুন: ফটোসেশনে অংশ নিয়ে যা বললেন সাকিব
এদিকে আইসিসির আয়োজিত ফটোসেশনেও অংশ নিয়েছে সব দলের অধিনায়করা। তারপর অনুষ্ঠিত হয় অধিনায়কদের নিয়ে ‘ক্যাপ্টেনস মিডিয়া ডে’। সেখানে ১৬ দলের অধিনায়করা মডারেটরদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এর আগে কখনোই সব দলের অধিনায়কদের নিয়ে এমন অনুষ্ঠান দেখা যায়নি।
‘ফটোসেশন এবং ক্যাপ্টেনস মিডিয়া ডে’র পর অধিনায়কেরা অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন ফিঞ্চের সেলফিতে ফ্রেমবন্দি হন। সেলফিতে ফিঞ্চের পাশেই ছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এরপর একে একে ছিলেন জিম্বাবুয়ে, নামিবিয়া, আয়ারল্যান্ডের অধিনায়ক। একেবারে পেছনে আফগান অধিনায়ক মোহাম্মদ নবির সঙ্গে ছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
এদিকে ‘ক্যাপ্টেনস মিডিয়া ডে’ অনুষ্ঠানের পর আইসিসির উদ্যোগে বাবরের জন্মদিন পালন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সব দলের অধিনায়ক। এ উপলক্ষে একটি ভিডিও শেয়ার করেছে পাকিস্তান ক্রিকেট টিম। ফেসবুকে শেয়ার করা ৪৫ সেকেন্ডের সেই ভিডিওতে প্রথমে দেখা যায় সব দলের অধিনায়কেরা বাবরকে করমর্দন করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। এরপর কেক কেটে উদ্যাপন করেন বাবরের জন্মদিন।