চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে কিশোরী মেয়েদের পাচারকারী চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে র্যাব। রোববার (১৬ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে খুলনার ফুলতলা উপজেলা থেকে ওহিদ মোল্লা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে র্যাব-৬।
গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবৎ চাকরি প্রদানের নাম করে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে অল্পবয়সী মেয়েদের ভারত সহ বিভিন্ন দেশে পাচার করে আসছে। এই সংঘবদ্ধ চক্রটি ২০১৩ সালের ২৬ ডিসেম্বর একজন নাবালিকা ভুক্তভোগীকে ঢাকায় চাকরি দেওয়ার নাম করে ভারতের যৌনপল্লীতে পাচার করে। পরবর্তীতে ভুক্তভোগীর অভিভাবকগণ নাবালিকার কোনো খোঁজখবর না পেয়ে গত ২০১৪ সালের ১০ এপ্রিল যশোর জেলার ঝিকরগাছা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, এই মানবপাচার চক্রের মূলহোতা ওহিদ মোল্লা দীর্ঘদিন যাবৎ ভারতে আত্মগোপনে থেকে পুনরায় অল্পবয়সী কিশোরীদের পাচারের উদ্দেশ্যে ভারতে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশে আসে। এই সংবাদ পেয়ে র্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি আভিযানিক দল আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় রোববার (১৬ অক্টোবর) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার ফুলতলা থানাধীন পথের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার আসামি ওহিদ মোল্লাকে (৪৭) গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে খুলনা জেলার ফুলতলা থানায় হস্তান্তর করা হয়েছে।