বরিশাল ॥ বরিশাল মেট্টোপলিটন এলাকার বন্দর থানা পুলিশের অভিযানে ২শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ যুবলীগ নেতা ও তার সহযোগী আটক হয়েছে। গত ১৭ অক্টোবর রাত পৌনে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দক্ষিন পার্শ্বের গেটের সামনে বন্দর থানার উপ-পুলিশ পরির্দশক(এসআই) সামসুল ইসলাম, রাফসান জনি’র নেতৃত্বে অভিযান চালায়।
থানা সূত্রে জানা গেছে বরিশাল সদর উপজেলার ৯নং টুংগীবাড়িয়া ইউনিয়নের সিংহেরকাঠী গ্রামের হাবিবুর রহমান গাজীর পুত্র যুবলীগ নেতা মাহাতাব(৩৫)কে আটক করে।
তার দেয়া তথ্য একই এলাকার বাবুল গাজীর পুত্র রবিউল গাজী (২৭)কে আটক করে এবং তাদের সহযোগী একই এলাকার মৃত কাদের হাওলাদারের পুত্র রাসেল হাওলাদার (৩০)কে আটক করে।
এসময় আটকৃত মাহাতাব গাজীর কাছ থেকে ১৫০ পিচ এবং রবিউল গাজীর কাছ থেকে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান বন্দর থানার উপ-পুলিশ পরির্দশক(এসআই) সামসুল ইসলাম।
তিনি আরো জানান, অভিযানের সহযোগীতা করেন, বন্দর থানার উপ-সহকারী পুলিশ পরির্দশক(এএসআই) সুমন, এএসআই শওকত হোসেন এবং কনেষ্টবল জুলফিকার।
আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। এবিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, আমাদের মাদক বিরোধী সাড়াশি অভিযান চলছে।
এই অভিযানেই এই মাদক ব্যবসায়ীরা আটক হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জেহাদ ঘোষনা করেছি। বন্দর থানা এলাকায় মাদক বিরোধী টহল আরো জোরদার করা হয়েছে।