কক্সবাজারের টেকনাফে নগদকর্মী আবদুর রহমান (৩২) হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৫। বুধবার (১৯ অক্টোবর) ভোরে টেকনাফের নয়াপাড়া এলাকা থেকে ওই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শওকত আলম (৩৮) টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপড়ার মৃত আলী আকবরের ছেলে এবং হত্যা মামলার এজাহারভুক্ত ৭ নম্বর আসামি।
র্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (১৭ অক্টোবর) সকালে টেকনাফের নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসংলগ্ন বাজারের পাশ থেকে আবদুর রহমানের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় মঙ্গলবার (১৮ অক্টোবর) নিহতের ভাই আবদুস শুক্কুর (২৮) বাদী হয়ে টেকনাফ থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর র্যাব গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার আসামি শওকত আলমকে গ্রেফতার করে। তাকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।