লিটন দাস (আট দশমিক চার ওভার), সাকিব আল হাসান (৯ দশমিক এক ওভার) ও ইয়াসির আলী (১০ ওভার) এই তিন ব্যাটার প্যাভিলিয়নে ফিরেন ৯ বলের ব্যবধানে। আর এর মধ্য দিয়ে ধুঁকছে বাংলাদেশের টপ ওর্ডার।
বৃষ্টি বাগড়ায় সাময়িক বিরতির পর মাঠে নেমেই খোয়া যায় ইয়াসির আলীর উইকেটটি। মেকেরেনের বলে সরাসরি বোল্ড হন তিনি। রানের খাতায় তখন তার সংগ্রহ মাত্র তিন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাট করছেন আফিফ হোসেন (১৩) ও উইকেট রক্ষক সোহান (৪)। আর বাংলাদেশে খাতায় রানের সংখ্যা ১৩ ওভারে ৮৫। এরই মধ্যে তারা হারিয়েছে পাঁচ উইকেট।
টানা দুই ওভারে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়া বাংলাদেশের হাল ধরতে আসেন লিটন দাস। কিন্তু তিনি পারলেন না। বিকের শর্ট অব লেংথ বল ব্যাটের উপরের দিকে বল উঠে যায় উপরে। মিড-অফে সহজ ক্যাচ নেন টম কুপার। ততক্ষণে লিটনের সংগ্রহ ১১ বলে ৯ রান। এর পর ক্রিজে আসেন আফিফ হোসেন।
লিটন আউট হওয়ার দুই বল পরই প্যাভিলিয়নের পথ ধরেন সাকিব। তিনি সারিজ আহমেদের বলে সহজ ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন। তখন তার ব্যক্তিগত সংগ্রহ মাত্র সাত রান।
এদিকে আফিফের একটি ছক্কা হাঁকানোর পরই শুরু হয় বৃষ্টি। পরে আম্প্যায়ার খেলোয়াড়দের মাঠ থেকে আপাতত উঠে যেতে বলেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ দশমিক তিন ওভারে ৭০ রান। ইতিমধ্যে তাদের খোয়া গেছে মূল্যবান চার উইকেট।
হোবার্টে টস হেরে নেদারল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের হয়ে ইনিংস সূচনা করতে নামলেন দুই বাঁহাতি সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। এ নিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টিতে ইনিংস সূচনা করলেন এ দুজন ব্যাটসম্যান।
ইনিংসের প্রথম ওভারেই দুই বাউন্ডারির সুবাদে ৯ রান তোলেন সৌম্য। রান পাচ্ছিলেন আরেক ওপেনার শান্ত্বও।
কিন্তু পাঁচ দশমিক এক ওভারে মিকেরেনের বলে ডি লিডির হাতে ধরা পড়েন সৌম্য (১৪)। এর ঠিক এর ওভার পরই টিম প্রিঙ্গেলের বলে বিকের হাতে কট হন শান্ত (২৫)। ২০ বল খেলা শান্তর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি।
বর্তমানে ব্যাট করছেন তিন নম্বরে নামা লিটন দাস ও চারে নামা কাপ্তান সাকিব আল হাসান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ আট দশমিক তিন ওভারে দুই উইকেট হারিয়ে ৬০ রান।
ডাচদের সঙ্গে টস হারলেন সাকিব। এর এতে বাংলাদেশকেই ব্যাট করার আমন্ত্রণ জানিয়ে নিজেরা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলো নেদারল্যান্ডস।
টস জিতে ফিল্ডিং নেয়া সম্পর্কে নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেন, প্রথম রাউন্ডজুড়ে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি। সেটা হলো, আমাদের দলটা রান তাড়া ভালোই করতে পারে। তারওপর এখানকার আবহাওয়াও একটা বড় কারণ। এ কারণেই আমরা চিন্তা করেছি, টস জিতলে ফিল্ডিং নেবো। এখন আমরা লড়াই করতে চাই এবং কিছু ম্যাচও জিততে চাই।’
বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে বলেন, আমরা হোবার্টে পরে এসেছি। এখানে প্রস্তুতির সুযোগ পাইনি। তবে নিউজিল্যান্ডে আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। কিন্তু যতই প্রস্তুতি নিই, আমাদের প্রয়োজন পারফর্ম করা।
সাকিব বলেন, আমাদের স্কোয়াডে পেস বোলিং গ্রুপটা বেশ উন্নতি করেছে। গত তিন-চার বছরে তারা খুব ভালো বোলিং করছিল। আশা করি তারা ভালৈা করবে।
ম্যাচে নিজের ভূমিকা সাকিব বলেন, ‘আমার ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। শুধু পারফরম্যান্সই নয়, কিভাবে দলটা পরিচালনা করি, সেটাও। আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে, যারা সিনিয়রদের দিকে তাকিয়ে থাকে। তবে, জিততে হলে আমাদের সবাইকেই সমান পারফর্ম করতে হবে।’
এদিন প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। ওপেনার হিসেবে মাঠে নেমেছেন নাজমুল হোসেন শান্ত ও সৌম সরকার।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিন ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৯ রান। এর মধ্যে শান্ত ৪ ও সৌম্য ১৩ রানে অপরাজিত আছেন।