পটুয়াখালীর রাঙ্গাবালীতে সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষের দায়ে ইকবাল গাজী (৪৫) নামে একজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় খালের বাঁধ কেটে উন্মুক্ত করে দেয়া হয়।
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার কাজির হাওলা খালে অভিযান চালিয়ে তাকে কারাদণ্ড দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেক মুহিদ।
দণ্ডপ্রাপ্ত ইকবাল কাজিরহাওলা গ্রামের নুরুল হক গাজীর ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেক মুহিদ জানান, দীর্ঘদিন ধরে সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছিল ইকবাল। এতে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ করে স্থানীয় কৃষকরা। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে খালটিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালানো হয়। এ সময় বাঁধ অপসারণ করে পূর্বের মতো খালটি প্রবহমান করে দেয়া হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে আটক করা হয় ইকবালকে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।