বরিশালের হিজলায় সাড়ে ৪ কেজি গাঁজাসহ উজ্জল (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোস্টর্গাড। বুধবার রাত পৌনে ৯ টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার ধুলখোলা ইউনিয়নের মাটিয়ালা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বিকেলে কোস্টর্গাড দক্ষিণ জোন বিসিজি ষ্টোশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃত উজ্জ্বল রাড়ি উপজেলার মাটিয়ালা গ্রামের মো. রত্নন রাড়ীর ছেলে।
হিজলা থানার অফিসার ইনচার্জ ইউনুস মিয়া জানান, উজ্জ্বলসহ তাঁর পরিবারের সবার নামে একাধিক ডাকাতি-চুরি-মাদক সহ অসংখ্য মামলা রয়েছে এটাও নিয়মিত মামলা হয়েছে।
কোস্টগার্ড এর দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কেএম শফিউল জানান, বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ার ভুক্ত এলাকায় সমুহের আইনশৃঙ্খলা, জন নিরাপত্তা, জলদস্যুতা, বনদস্যুতা ও মাদক নির্মূলে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।