তাসকিনদের বেদম পিটিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন রাইলি রুশো। বাংলাদেশের বোলারদের তুলোধনা করে ৭ ছক্কা ও ৭ চারে মাত্র ৫১ বলে শতরান তুলে নেন প্রোটিয়া এ ব্যাটার।
এর আগে চলতি টুর্নামেন্টে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিল নিউজিল্যান্ডের উইকেটকিপার ব্যাটার ডেভন কনওয়ের দখলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার টুয়েলভের উদ্বোধনী ম্যাচে ৯২ রান করেছিলেন তিনি।
এর আগে চলতি টুর্নামেন্টে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিল নিউজিল্যান্ডের উইকেটকিপার ব্যাটার ডেভন কনওয়ের দখলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার টুয়েলভের উদ্বোধনী ম্যাচে ৯২ রান করেছিলেন তিনি।
সবশেষ খেলা ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করেছিলেন রুশো। সে হিসেবে টানা দুই শতরানের দেখা পেলেন প্রোটিয়া এ ব্যাটার। একসময় জাতীয় দলেই নিয়মিত ছিলেন না। ফ্র্যাঞ্চাইজি লিগে দুর্দান্ত খেলে আবারও দলে ফেরেন দক্ষিণ আফ্রিকান এ ব্যাটার। এবার দলের আস্থার প্রতিদান দিচ্ছেন।
এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে নিশ্চিত জয়ের ম্যাচে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করতে হওয়ায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি দক্ষিণ আফ্রিকার জন্য গুরুত্বপূর্ণ ছিল। এমন ম্যাচে টস জিতে খেলতে নেমে চারছক্কার বন্যা বইয়ে দিচ্ছেন প্রোটিয়া ব্যাটাররা।