আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৮ অক্টোবর) গণভবনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের একাধিক নেতা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন বিকেল সাড়ে ৪টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক শুরু হয়।
সভায় বর্তমান বৈশ্বিক সংকটের কারণে আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলনের আনুষ্ঠানিকতায় ব্যয় কমানোর কথা বলেন দলটির সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, খরচ কমানোর জন্য এবারের আয়োজন সাদামাটা হবে।
সভায় জাতীয় সম্মেলনের জন্য প্রস্তুতি কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন দলটির সভাপতি শেখ হাসিনা।
বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, এ সভা থেকেই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগসহ মেয়াদোত্তীর্ণ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সম্মেলনের তারিখ চূড়ান্ত হবে।