ছবি: সংগৃহীত
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে রোববার (৩০ অক্টোবর) মাঠে নামবে বাংলাদেশ। তার আগে শনিবার (২৯ অক্টোবর) সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম। সংবাদ সম্মেলনে সাকিবের ব্যাপারে কথা বলেছেন তিনি। বাংলাদেশের অধিনায়ককে দুর্ভাগা মনে করেন দলের টেকনিক্যাল কনসালট্যান্ট।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে-বলে জ্বলে উঠতে পারেননি সাকিব। ব্যাট হাতে প্রথম দুই ম্যাচে করেছেন ৮ রান। তার স্ট্রাইক রেটও খুব বাজে। যদিও বোলিংয়ে মিশ্র পারফরম্যান্স করেছেন বাংলাদেশের অধিনায়ক। নেদারল্যান্ডসের বিপক্ষে ৪ ওভারে ৩২ রান দিয়ে নেন ১ উইকেট, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ওভারেই খরচ ৩৩, যদিও উইকেট ২টি।
এদিকে সাকিবের ব্যাটিং নিয়ে কথা বলার সময় তাকে দুর্ভাগা বলেছেন শ্রীরাম। তিনি বলেন, ‘সে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। নিউজিল্যান্ডে সে দারুণ একটা সিরিজ কাটিয়েছে। দুটি দুর্দান্ত ইনিংস খেলেছে। কিন্তু এখানে প্রথম ম্যাচে যেটা হলো লেগ সাইডে ছোট বাউন্ডারি, লেগ স্পিনারের বিপক্ষে যে শট খেলেছে তা ১০০ বারের মধ্যে ৯৯ বারই ছক্কা হতো।’
তিনি আরও বলেন, ‘কিন্তু সে দুর্ভাগা ছিল, ধরা পড়ে যায়। গত ম্যাচেও সে দুর্ভাগা ছিল, এলবিডব্লিউর বিপক্ষে রিভিউ নেয়নি অথচ বল আউটসাইড লেগ ছিল। সাকিবের মতো একজন গ্রেট ক্রিকেটার এভাবে দুবার দুর্ভাগ্যজনকভাবে আউট হওয়া…।’
নেদারল্যান্ডসের বিপক্ষে বাউন্ডারি লাইনে সাকিব ধরা পড়েন লেগ স্পিনার সারিজ আহমেদের বলে, যা অনায়েসেই ছক্কা হতে পারত। আর প্রোটিয়াদের বিপক্ষে নরকিয়ার বলে এলবিডব্লিউ হয়ে রিভিউ নিতে নিতেও শেষ পর্যন্ত নেননি সাকিব। রিপ্লেতে স্পষ্ট দেখা যায়, বল আউট সাইড লেগ পিচড হয়েছে, যা ক্রিকেটীয় নিয়ম অনুযায়ী নটআউট।