চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই হেরেছে পাকিস্তান। দুই ম্যাচ হেরে খাদের কিনারায় চলে গেছে বাবর আজমরা। সেমিফাইনালের অনিশ্চয়তা নিয়ে এমন পরিস্থিতিতে পাকিস্তানের দল নির্বাচন নিয়ে উঠছে প্রশ্ন।
প্রথম ম্যাচে ভারতের কাছে ধরাশায়ী পাকিস্তান হেরেছে জিম্বাবুয়ের কাছেও। টানা দুই হারে সাবেকদের সমালোচনার তোপে বাবর আজমরা। কেউ আঙুল তুলছে অধিনায়কের দিকে, কেউবা পরিবর্তন চায় টিম ম্যানেজমেন্টে।
বিশ্বকাপের দু’টি ম্যাচেই অল্পের জন্য হেরে যায় পাকিস্তান। সে কারণে সাবেক তারকাদের দাবি, এক্ষেত্রে খেলোয়াড়দের সচেতনতা থাকলে এমন টাইট ম্যাচ নিজেদের অনুকূলে টেনে নিতে পারতেন বাবর আজমরা।
এক্ষেত্রে যোগ্য ক্রিকেটারদের বাদ দিয়ে অযোগ্য ক্রিকেটারদের নিয়ে পাকিস্তান বিশ্বকাপ খেলতে গেছে বলে অভিযোগ দেশটির সাবেক তারকাদের। জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সেই সুরেই কথা বললেন সাবেক পাক তারকা আকিব জাভেদও। তিনি সরব হয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিককে পাকিস্তান বিশ্বকাপ দলে সুযোগ না দেয়ায়।
আকিব জাভেদ বলেন, ‘শোয়েব মালিক পাকিস্তান দলে থাকলে শুধু জিম্বাবুয়েকেই নয়, ভারতকেও হারিয়ে দিত বাবর আজমরা। টি-টোয়েন্টির জন্য সবচেয়ে আদর্শ ক্রিকেটার শোয়েব মালিক। সে সব চেয়ে বেশি ফিট এবং ম্যাচের পরিস্থিতি সম্পর্তে তার সচেতনতা বাকিদের চেয়ে বেশি।’
সেমিফাইনালের অনিশ্চয়তা নিয়েই নেদারল্যান্ডসের বিপক্ষে রোববার (৩০ অক্টোবর) মাঠে নামবে পাকিস্তান। টিকে থাকতে জিততেই হবে নেদারল্যান্ডসের বিপক্ষে। কেবল নেদারল্যান্ডস নয়, বাকি তিন ম্যাচের তিনটিতেই। অবশ্য শেষ চারে জায়গা করে নিতে, এই তিন জয়ও যথেষ্ট নয় দলটির জন্য। পাকিস্তানের ভাগ্য ঝুলে আছে গ্রুপের অন্য দলগুলোর জয়-পরাজয়ের ওপরে।