ক্রিমিয়ার বন্দরনগরী সেভাস্তোপলের রুশ নৌবহরে ড্রোন হামলা চালানো হয়েছে। হামলায় নৌবহরের একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর আল জাজিরার।
এ হামলার জন্য ইউক্রেন ও যুক্তরাজ্যকে অভিযুক্ত করেছে রাশিয়া। বলেছে, রুশ নৌবহরে ড্রোন দিয়ে হামলা চালাতে ইউক্রেনকে সহায়তা করেছে যুক্তরাজ্য। তবে এ অভিযোগের ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি কিয়েভ।
ক্রিমিয়ার সেভাস্তোপল উপসাগরে রুশ নৌবহর ব্ল্যাক সি ফ্লিটের সদর দফতর অবস্থিত। সেভাস্তোপলের কর্মকর্তারা জানান, শনিবার স্থানীয় সময় ৪টা ২০ মিনিট নাগাদ ড্রোন হামলা শুরু হয়। ৯টি মনুষ্যহীন ড্রোন ও ৭টি সামুদ্রিক ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে। হামলায় অন্তত একটি রুশ যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সেভাস্তোপলে রুশ নিযুক্ত মেয়র মিখাইল রাজভোঝায়েভ বলেন, রাশিয়ার নৌ বাহিনী হামলা প্রতিহত করেছে। মিখাইলের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, ইউক্রেনে বিশেষ অভিযান শুরুর পর থেকে এই হামলা অনেক ভয়াবহ ছিল।
মিখাইল বলেন, সব মনুষ্যহীন ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং এতে বেসামরিক কোনো স্থাপনার ক্ষতি হয়নি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় অন্তত একটি যুদ্ধজাহাজের সামান্য ক্ষতি হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর শনিবার পর্যন্ত টানা ২৪৮ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত।
এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।