ছবি: সংগৃহীত
ঘুরে দাঁড়ানোর ম্যাচে রোববার (৩০ অক্টোবর) জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। তার আগে শনিবার (২৯ অক্টোবর) সংবাদ সম্মেলনে আশার কথা শুনিয়েছেন বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম। বাংলাদেশ ভালো টি-টোয়েন্টি দল গড়ার সঠিক পথে রয়েছে বলে জানান তিনি।
মাঠের বাইরে সমালোচনায় জর্জরিত দল। গেল ম্যাচে বড় হার। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে মাথাব্যথা তিন বিভাগে। নানা সমস্যা নিয়ে প্রশ্নের তোয়াক্কা না করে বরং সম্ভাবনার বিষয়টি সামনে আনলেন টেকনিক্যাল কনসালটেন্ট। তার মতে, বাংলাদেশকে ‘ভবিষ্যতে খুব ভালো টি-টোয়েন্টি দল হিসেবে গড়ে তোলা সম্ভব।’
এশিয়া কাপের আগে গত আগস্টে বাংলাদেশের টি-টোয়েন্টি দলকে তুলে দেয়া হয়েছিল শ্রীরামের হাতে। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ডেয়ারডেভিলসের (বর্তমানে ক্যাপিট্যালস) সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তাই ভারতের সাবেক এই ক্রিকেটারের ওপর সবার অনেক প্রত্যাশা।
কিন্তু তার অধীনে বাংলাদেশ এখনো পর্যন্ত সে অর্থে সাফল্যের দেখা পায়নি। সংযুক্ত আরব আমিরাতে দ্বিপাক্ষিক সিরিজে দুই ও বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে পাওয়া জয়টুকুই সম্বল। এর বাইরে এশিয়া কাপ, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ মিলিয়ে ৭ ম্যাচ হেরেছে টিম টাইগার্স। যদিও তার মতে, অল্প সময়ের মধ্যে যা করার সম্ভব ছিল সেটি সফলভাবে করেছেন তিনি।
বাংলাদেশ দলের এই টেকনিক্যাল কনসালট্যান্ট বলেন, ‘আমরা একটি দল গড়ছি। আমার মতে এই দল গড়ার কাজটি বেশ ভালোভাবে করেছি। ছেলেদের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে। তারা জানে, বিশ্ব ক্রিকেটে তাদের অবস্থান কোথায়। এটিই তাদের বাস্তবতা। তারা জানে, কোথায় যেতে চায়। দলীয় দৃষ্টিকোণ থেকে বলতে পারি, আমরা ভবিষ্যতের জন্য দলটা গড়ার চেষ্টা করছি, যেখানে দক্ষতাসম্পন্ন খেলোয়াড়েরা আছে। সেখানে আরও কিছু দক্ষতা যোগ করতে পারলে ভবিষ্যতের জন্য খুব ভালো একটা টি-টোয়েন্টি দল গড়তে পারব।’
মাত্র একটি জয় নিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে পা রাখে বাংলাদেশ। সেই একমাত্র জয়টিও এসেছিল ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিবীয়দের বিপক্ষে। এবার সুপার টুয়েলভে নেদারল্যান্ডসকে হারিয়ে দ্বিতীয় জয় তুলে পায় টাইগাররা। কিন্তু পরের ম্যাচেই প্রোটিয়াদের বিপক্ষে ১০৪ রানের বড় ব্যবধানে হেরে যায় সাকিবরা।
বাংলাদেশের আরও তিনটি ম্যাচ বাকি আছে। রোববার জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে সাকিব বাহিনী। তারপর বুধবার (২ নভেম্বর) ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ লিগের শেষ ম্যাচ পরের রোববার (৬ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে। সেমির টিকিট পেতে এ ম্যাচগুলো জিততেই হবে সাকিবদের। কিন্তু এ পথ খুব কঠিনই হবে টাইগারদের জন্য। কারণ তিন প্রতিপক্ষই বেশ শক্তিশালী।
এ বিষয়ে শ্রীরাম বলেন, অস্ট্রেলিয়াও নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে। এরপর তারা জয় পেয়েছে। আমরা কেন জয়ের আশা করতে পারবো না। দক্ষিণ আফ্রিকা দারুণ খেলেছে। বিশেষ করে রুশো পার্থক্য গড়ে দিয়েছে। আমরা আমাদের খেলা খেলতে চাই। টুর্নামেন্টে টিকে থাকতে জয়টা গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সাকিব প্রথম ম্যাচে বড় শট খেলতে গিয়ে আউট হয়েছেন। গেল ম্যাচে কিছুটা আনলাকি ছিল। ত্রিদেশীয় সিরিজে দারুণ পারফর্ম করেছে। আমার মনে হয় এটা নিয়ে দল তেমন চিন্তিত নয়। তাছাড়া আমরা জিম্বাবুয়েকে নিয়ে ভাবতে চাই না। আমাদের খেলাটা খেলতে চাই। আগে কি হয়েছে সেটাও মনে করতে চাই না এখন।
টানা ভ্রমণ আর ম্যাচের চাপ আছে হারের ব্যর্থতা। সব মিলিয়ে ক্লান্ত এক দল বাংলাদেশ। বিশ্বকাপের তৃতীয় ম্যাচে মাঠে নামছে উজ্জীবিত জিম্বাবুয়ের বিপক্ষে। রোববার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।
দুই দলের মুখোমুখি দেখায় ১২টি জয় রয়েছে বাংলাদেশের আর ৭ ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে। সাম্প্রতিক সময়ে খেলা ম্যাচে ৩টি আফ্রিকার দেশটি আর ৭টি টাইগারদের জয়।