প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও মাছ ধরতে নামলেন জেলেরা। চাঁদপুরের পদ্মা ও মেঘনায় প্রথম দিনে কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাননি তারা। তবে মৎস্য বিজ্ঞানীরা বলছেন, দক্ষিণের সাগর ও উপকূলের নদীতে মিলছে ইলিশ।
শনিবার (২৯ অক্টোবর) সরকারি নিষেধাজ্ঞা কাটার পর তীর থেকে জালসহ মাছ ধরার সব উপকরণ নিয়ে জেলেদের নৌকা মাঝ নদীতে ছুটে যাচ্ছে। আবারও নদীতে মাছ ধরবেন। তাই হাসিমুখে পদ্মা ও মেঘনার জলরাশিতে জাল ফেলছেন জেলেরা। তবে শুরুতে কয়েক ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। এতে কপালে দুশ্চিন্তার ভাঁজ থাকলেও শিগগিরই ধরা পড়বে ঝাঁকেঝাঁকে মাছ এমন আশায় বুক বাঁধছেন মৎস্যজীবীরা।
ইলিশ গবেষক ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. আনিছুর রহমান জানান, চাঁদপুরের পদ্মা ও মেঘনায় ইলিশের প্রাচুর্য না থাকলেও, দক্ষিণের সাগর ও উপকূলের নদীতে মিলছে ইলিশ। চাঁদপুরের পদ্মা ও মেঘনায় ইলিশসহ নানা প্রজাতির মাছ ধরে জীবিকা নির্বাহে যুক্ত আছেন প্রায় অর্ধলাখ জেলে।