ছবি: সংগৃহীত
বিশ্বকাপ ফুটবল সামনে রেখে প্যারাগুয়ের চিত্রশিল্পী লিলি ক্যান্টেরো নকশা করছেন ফুটবলারদের ছবিসহ ক্যানভাস, ফুটবল ও বুট। যেখানে মেসি, রোনালদোসহ তারকা ফুটবলারদের অবয়ব ফুটিয়ে তুলছেন রং-তুলির আঁচড়ে। ক্যান্টেরোর নকশা করা ২৫টি সংযোজন প্রদর্শন করা হবে কাতারা কালচারাল ভিলেজে। যেগুলো পরবর্তী সময়ে স্থান পাবে বিশ্বকাপের জন্য তৈরি করা আটটি স্টেডিয়ামে।
লিলি ক্যান্টেরো। প্যারাগুইয়ান এই চিত্রশিল্পীর তুলির আঁচড় পড়ছে ফুটবলারদের বুট ও বলে। বিশ্ব ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর আসর কাতার বিশ্বকাপের শেষ সময়ের প্রস্তুতির তোড়জোড় চলছে ক্যান্টেরোর স্টুডিওতেও। এবারের বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর আয়োজনের একটি হলো কাতারা কালচারাল ভিলেজের ইভেন্টসমূহ।
কাতারা কালচারাল ভিলেজে ক্যান্টেরোর আঁকা দুই ডজন সেট বুট, বল ও ক্যানভাসের প্রদর্শনীও হবে। যেখানে অন্তর্ভুক্ত করা হবে তারকা খেলোয়াড়দের চিত্রসমেত ক্যানভাস, কাতারের বিভিন্ন থিমভিত্তিক পেইন্টেড বল ও বুট। বিশ্বকাপের বিগত আসরগুলোতে ট্রফিজয়ী দলগুলোর জন্য আটটি নান্দনিক বল ডিজাইন করেছেন প্যারাগুইয়ান এই চিত্রশিল্পী। এ ছাড়াও পেইন্টেড বুটগুলোর ত্রিমাত্রিক গঠন উপস্থাপন করা হবে কাতারা কালচারাল ভিলেজের এক্সিবিশনে।
প্যারাগুইয়ান এই চিত্রশিল্পী ব্রাজিলের তারকা ফুটবলার রোনালদিনহো গাউচিকে এক জোড়া বুট উপহার দিয়েছিলেন। যেখানে ২০০৫-এ রোনালদিনহোর স্মরণীয় একটি মুহূর্তকে ফুটিয়ে তোলা হয়েছিল। ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসির জন্যও তিনি এক জোড়া বুট ডিজাইন করেছিলেন, যেটি হাতে নিয়ে একটি ছবিও প্রকাশ করেছিলেন মেসি।
লিলি ক্যান্টেরো বলেন, ‘আমার জন্য এই ইভেন্ট খুব গুরুত্বপূর্ণ। ২০১৪ সালে আমি প্যারাগুয়ের ফুটবলারদের জন্য বুট ডিজাইন করেছিলাম, যেই বুট ব্রাজিলের সঙ্গে কোয়ালিফায়ার ম্যাচে পরেছিলেন প্যারাগুইয়ান ফুটবলার ডারলিস গঞ্জালেজ। এবারের বিশ্বকাপে আমার তৈরি ২৫টি ক্যানভাস, বল ও বুট সংযোজন করতে যাচ্ছি। যেগুলো প্রদর্শন করা হবে কাতারা কালচারাল ভিলেজের প্রদর্শনীতে।’
ক্যান্টেরোর নকশা করা বুটগুলোর ত্রিমাত্রিক গঠন প্রদর্শন করা হবে কাতারের আটটি স্টেডিয়ামে।