বরিশাল ॥ বরিশালে বিএনপির গণসমাবেশ সফল করার জন্য আয়োজিত দক্ষিণ জেলা বিএনপির প্রস্তুতি সভায় হট্টগোল হয়েছে। জেলা যুবদলের সাধারণ সম্পাদক তছলিম উদ্দিনের নেতৃত্বে একদল নেতাকর্মী সভাস্থলে প্রবেশ করে সমন্বয় না করার অভিযোগ এনে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান নান্টুর সঙ্গে বাগ্বিতণ্ডায় লিপ্ত হন।
শনিবার বিকেলে নগরের সদর রোডে বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রায় ১৫ মিনিট হট্টগোল চলে।
আগামী ৫ নভেম্বর বিভাগীয় গণসমাবেশ সফল করার জন্য দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় এই প্রস্তুতি সভা চলছিল।
সভা শুরুর পরই সেখানে প্রবেশ করে তছলিম বিএনপি নেতা নান্টুকে উদ্দেশ করে বলেন, ‘৩০ বছর পর আপনি দলের দায়িত্ব পেয়েছেন। কিন্তু সবাইকে নিয়ে সমন্বয় করেন না। সাংগঠনিক টিমে কাদের রেখেছেন, আমাদের মূল্যয়ন করেন না।’
এ সময় তছলিমের সঙ্গে থাকা নেতাকর্মী নান্টুকে উদ্দেশ করে ‘ভুয়া’ ‘ভুয়া’ বলতে থাকেন। নান্টুর উদ্দেশ্যে তছলিম বলেন, ‘রেজভী ভাই আমাকে বিএনপিতে সদস্য রাখতে বললেও আপনি রাখেননি। আমাকে দেখলে কি আপনার গাত্রদাহ হয়? এখানে যুবদল ব্যানার দিয়েছে। সেই ব্যানার আপনি কেন খোলার চেষ্টা করেছেন?’ সভায় উপস্থিত সাবেক যুবদল নেতা জাকির হোসেন নান্নুকে কেন আনা হয়েছে তাও জানতে চান তছলিম। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এসব বিষয়ে জানতে চাইলে তছলিম বলেন, ‘তিনি (নান্টু) বিএনপির আহ্বায়ক। আমাদের নানা দাবি তাঁর কাছেই তো থাকবে। নেতাকর্মীদের সঙ্গে যতখানি সমন্বয় করা উচিত, তিনি সেটা করেন না। তাঁকে ভুল ধরিয়ে দিয়েছি।’
মজিবুর রহমান নান্টুর কাছে বিষয়টি সম্পর্কে জানতে একাধিকবার মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি।
জেলা বিএনপির সদস্য সচিব আকতার হোসেন মেবুল বলেন, তছলিমকে আমন্ত্রণ না জানানোয় তিনি সভায় এসে নান্টুর সঙ্গে কিছুটা উচ্চ স্বরে কথা বলেছেন। এ সময় সামান্য বাগ্বিতণ্ডা হয়। এতে সভার কোনো ব্যাঘাত হয়নি।
এদিকে গণসমাবেশ সফল করার জন্য শনিবার নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও কাশীপুর এলাকায় মহানগর শ্রমিক দলের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া সন্ধ্যায় মহানগর যুবদলের পথসভা অনুষ্ঠিত হয় নগরীর সাগরদীতে। দলীয় কার্যালয়ে মহানগর মহিলা দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় বিকেল ৪টায়।