ছেড়ে দিতে বললেন ‘বড়ভাই’ কামরান
টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই ম্যাচের দুটিতে হেরে খাদের কিনারায় পাকিস্তান। ভারতের বিপক্ষে হার ধাক্কা দিলেও, জিম্বাবুয়ের বিপক্ষে পরাজয় নাড়িয়ে দিয়েছে দেশটির ক্রিকেটাঙ্গনকে। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে কেবল নিজেদের বাকি ম্যাচগুলোতে জিতলেই হবে না, বাবর আজমদের ভাগ্য এখন নির্ভর করছে অন্য দলগুলোর জয়-পরাজয়ের ওপরও।
আসর শুরুর আগে অন্যতম ফেবারিট ভাবা হচ্ছিল পাকিস্তানকে। অথচ তাদেরই এখন বিদায়ঘণ্টা বাজছে। এদিকে, দলের ভরাডুবিতে সাবেকদের সমালোচনাও থেমে নেই। এরই মধ্যে বাবর আজমের অধিনায়কত্বকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।
বাবরের অধিনায়কত্ব নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন দেশটির সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। এরপর তাকে অধিনায়কত্ব ছেড়ে দিতে বলেন সাবেক অধিনায়ক সেলিম মালিক। এবার অধিনায়কত্ব ছেড়ে ব্যাটিংয়ে মনোযোগ দিতে বললেন বাবরের চাচাতো ভাই ও দেশটির সাবেক ক্রিকেটার কামরান আকমল।
ব্যাটিংয়ে রানখরায় ভুগছেন। অধিনায়কত্বেও সাফল্য আসছে না। এমন অবস্থায় বিশ্বকাপের পরপরই বাবরকে অধিনায়কত্ব ছেড়ে দেয়ার পরামর্শ দিলেন কামরান আকমল।
পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে কামরান আকমল বলেন, সে (বাবর) যদি আমাকে বড় ভাই হিসেবে বিবেচনা করে, তবে আমি বলবো তাকে বিশ্বকাপের পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে।
কামরান আরও বলেন, আপনি যদি তাকে (বাবর) ২৫ হাজার কিংবা ২২ হাজার রানের ক্লাবে দেখতে চান, তবে অবশ্যই তার উচিত শুধু খেলোয়াড় হিসেবে খেলা। অন্যথায় অধিনায়কের দায়িত্বে থাকলে চাপে স্বাভাবিক খেলাটা কখনো খেলতে পারবে না। দিন দিন আরও খারাপ হবে।
কামরান বলেন, বাবর কিংবা আমার চাচা (বাবরের বাবা) বিষয়টি যদি বুঝতে পারে, তাহলে উচিত হবে অধিনায়কত্ব ছেড়ে দেয়া। বিরাট কোহলির মতো নিজের খেলায় তার মন দেয়া উচিত।
অধিনায়কত্ব না ছাড়লে কার্যকর ব্যাটার হিসেবে দীর্ঘদিন তাকে পাওয়া যাবে না বলেও মনে করেন কামরান আকমল।