আনন্দ উচ্ছ্বাস নিয়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মোরগ লড়াই উপভোগ করল যশোরবাসী। শনিবার (২৯ অক্টোবর) বিকেলে যশোর টাউন হল ময়দানে এ খেলার আয়োজন করে যশোর ইনস্টিটিউটের সহযোগী সংগঠন টাউন ক্লাব।
আনন্দ উচ্ছ্বাস নিয়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মোরগ লড়াই উপভোগ করল যশোরবাসী। শনিবার (২৯ অক্টোবর) বিকেলে যশোর টাউন হল ময়দানে এ খেলার আয়োজন করে যশোর ইনস্টিটিউটের সহযোগী সংগঠন টাউন ক্লাব।
বাংলার গ্রামগঞ্জের এক সময়ের জনপ্রিয় এ খেলা এখন বিলুপ্তপ্রায়। নতুন প্রজন্ম তো দেখেইনি। তাই বেশ উৎসাহ নিয়েই বিকেলে জেলার বিভিন্ন এলাকার মানুষ উপস্থিত হয় যশোর ইনস্টিটিউট মাঠে (মুন্সি মেহেরুল্লাহ ময়দান)।
যশোর ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও জমিদাতা রায় বাহাদুর যদুনাথ মজুমদার স্মরণ উৎসব উপলক্ষে সাত দিনব্যাপী অনুষ্ঠানের ষষ্ঠ দিনে আয়োজিত এই মোরগ লড়াইয়ে অংশ নেয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী প্রগতি সংঘ। এই সংগঠনের টিম ম্যানেজার নরেশ চন্দ্র সরকারের নেতৃত্বে লড়াইয়ে অংশ নেয় আটজনের ৮টি মোরগ। প্রায় ঘণ্টাব্যাপী লড়াইয়ে প্রথমে একটি করে জুটি এবং শেষে চারটি মোরাগ মুখোমুখি হয় প্রতিপক্ষের।
খেলা দেখতে আসা প্রণব দাস বলেন, ‘জীবনে এই প্রথম মোরগ লড়াই সরাসরি দেখলাম। খুব আনন্দ পেয়েছি। এজন্য আয়োজক সংগঠনকে ধন্যবাদ জানাই।’
তরিকুল ইসলাম নামে এক দর্শক বলেন, ‘ছোটবেলা গ্রামে মোরগ লড়াই দেখেছি। সেসময় বেশ উৎসাহ আর উদ্দীপনা ছিল। বলা যায়, এসব খেলা আমাদের প্রাণের খেলা। আজ আমরা অনেক খেলাই হারিয়ে ফেলেছি। এমন উদ্যোগে হয়তো খেলাগুলো আবার ফিরে আসবে।’
যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এবং উদযাপন পর্ষদের আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু বলেন, ‘প্রথমবারের মতো আমরা রায় বাহাদুর যদুনাথ মজুমদার স্মরণে উৎসব করছি। শুক্রবার ছিল লাঠিখেলা, যা ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। আজ মোরগ লড়াই দেখতে এসেছেন শত শত মানুষ। রোববার একই মাঠে হা ডু ডু খেলার আয়োজন করা হয়েছে। গত দুই দিনের লোকজ খেলায় দর্শকদের আনন্দ দিতে পেরে আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করছি।’