বাগেরহাটের মোল্লাহাটে স্ত্রীর ওপর অভিমান করে তিন বছরের ছেলেকে বালিশচাপা দিয়ে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন হায়দার মোল্লা (২৮) নামে এক যুবক।
শুক্রবার (২৮ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বড় গাওলা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেছে।
হায়দার মোল্লা উপজেলার বড়গাওলা গ্রামের সলেমান মোল্লার ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, হায়দার মোল্লার সঙ্গে স্ত্রী জোবাইরা খাতুনের পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য ছিল। এর জেরে ৬ থেকে ৭ মাস আগে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। কিন্তু তাদের তিন বছর বয়সী শিশুসন্তান জিসান দাদির সঙ্গে হায়দার মোল্লার বাড়িতে থাকত।
তিনি আরও জানান, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত ১১টার দিকে হায়দার মোল্লা ঢাকা থেকে বাড়িতে যান। সন্ধ্যার পর বসতঘরে শিশুসন্তান জিসানকে বালিশচাপা দিয়ে হত্যা করে নিজে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয় লোকজন ও প্রতিবেশীরা দীর্ঘসময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে ডাকাডাকি করতে থাকেন। একপর্যায়ে কোনো সাড়াশব্দ না পেয়ে তারা ঘরের দরজা ভেঙে হায়দার মোল্লা ও তার ছেলে জিসানের মরদেহ দেখতে পান।
পরে খবর পেয়ে রাত ৯টার দিকে মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।