নাটোরের গুরুদাসপুর উপজেলার পম পাথুরিয়া ৭৫ বছরের বিধবা নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ অক্টোবর) রাতে তাদের বড়াইগ্রাম উপজেলার মৌখড়া থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন।
গ্রেফতাররা হলেন- একই এলাকার আলম হোসেন, নুরনবী, উজ্জ্বল হোসেন, বাবু ফকির, লিটন মুন্সি, আজাদ, কদেম আলী, চান মিয়া ও আজাদুল ইসলাম।
দুই কাঠা জমি দখল করতে পাথুরিয়া গ্রামের ৭৫ বছরের বৃদ্ধা কুলসুম বেওয়াকে ২৫ অক্টোবর রাতে গাছের সঙ্গে প্রতিবেশীরা গাছে বেঁধে নির্যাতন করে।
প্রতিবেশীরা অভিযোগ করেন, জামাতা আবুল কাশেমের সঙ্গে অনৈতিক সম্পর্ক রয়েছে।
পুলিশ নির্যাতনকারীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গণউপদ্রোপে অভিযোগ এনে মামলা করে বৃদ্ধা ও তার জামাতাকে আদালতে সোপর্দ করে। আদালত থেকে ২৬ অক্টোবর বৃদ্ধা ও তার জামাতা জামিন পান। ২৭ অক্টোবর রাতে নির্যাতনের ঘটনায় বৃদ্ধা ৯ জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেন। মামলার অভিযুক্তদের শুক্রবার (২৮ অক্টোবর) রাতে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, বিকেলে গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হবে।