বরিশাল ॥ মসজিদের দানকৃত অর্থ ও সম্পদ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে সভাপতি সোবহানের বিরুদ্ধে। যদিও তিনি বলছেন, মসজিদকে নয়, তাকে দান করা সম্পদ নিজ ঘরের কাজে ব্যবহার করেছেন তিনি। ঘটনার বিশ্লেষণে ও সরেজমিনে ২৯ অক্টোবর শনিবার বরিশাল নগরীর ২৭ নং ওয়ার্ডের করমজা এলাকার খলিফা বাড়ি জামে মসজিদে গিয়ে এই অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী অভিযোগ তুলে বলেছেন, ২০১২ সালে এই মসজিদ তৈরির পর এলাকার মুসল্লীরা আব্দুল লতিফ খানকে সভাপতি নির্বাচন করলে প্রতিবেশী আব্দুস সোবহান খান তা নিয়ে হট্টগোল সৃষ্টি করে।
প্রায়ঃশ হট্টগোলের ফলে আব্দুল লতিফ পদত্যাগ করে সোবহানকে দায়িত্ব দেন। দায়িত্ব গ্রহণ করে সোবহান খান চাঁদার রিসিভ ছাপিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা আনলেও কখনোই তার কোনো হিসাব দেয়নি।
একপর্যায়ে সোবহান খান কারো কাছ থেকে ১৬ হাজার ইট মসজিদের উন্নয়নের জন্য নিয়ে আসেন ও গত কয়েকবছর ধরে তা মসজিদের আঙ্গিনায় ফেলে রাখেন বলে জানালেন এলাকাবাসী। কয়েকজন মুসল্লী জানান, সম্প্রতি ঐ ইট দিয়ে সোবহান খান নিজ বাড়ির টয়লেট, ক্ষেতের দেয়াল তৈরি করেছে। এলাকার মুসল্লীরা জানতে চাইলে খারাপ ব্যবহার করেছে বলে অভিযোগ করেন সবাই।
এ বিষয়ে সোবাহান খানের সাথে যোগাযোগ করলে তিনি খারাপ ব্যবহার করার কথা অস্বীকার করে জানান, ইটগুলো একজন দাতা ব্যক্তিগতভাবে তাকেই দিয়েছেন। তাই তিনি এগুলো নিজ কাজে ব্যবহার করেছেন।