বাগেরহাটের চিতলমারী উপজেলায় পিস্তলের গুলিসহ হাফিজ সরদার (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার দলুয়াগুনি বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক হাফিজ উপজেলার ঘোলা গ্রামের মনজুর সরদারের ছেলে।
বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মো. আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার দলুয়াগুনী বাজার থেকে হাফিজকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলি ও তিন চাকার একটি মিশুক জব্দ করা হয়েছে। তবে মূল পিস্তলটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, আটক হাফিজের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শনিবার (২৯ অক্টোবর) সকালে আদালতে পাঠানো হয়েছে।