ক্রিকেটের পাড় ভক্ত শেখ মিনহাজ হোসাইন। বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ দেখতে যুক্তরাষ্ট্র থেকে অস্ট্রেলিয়ায় চলে গেছেন। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে ব্রিসবেনে টাইগারদের রোমাঞ্চকর জয়ের সাক্ষী ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই বাংলাদেশি।
নো-বল বিতর্কে কার্যত এক ম্যাচ দু’বার জিতেছে বাংলাদেশ৷ স্টেডিয়ামের গ্যালারি কিংবা টিভি পর্দায় সামনে বসে কোটি কোটি লাল-সবুজের সমর্থকরাও ডাবল উদযাপন করেছে। রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আর একটু হলে জ্ঞান হারাতাম। মাঠে যারা বাংলাদেশ বাংলাদেশ বলে গলা ফাটিয়েছে তাদের অবস্থা কেমন ছিল? সেই বিষয়টিই চলুন শেখ মিনহাজের কাছ থেকে জেনে নেয়া যাক।
রোববার ( ৩০ অক্টোবর) মিনহাজ ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘ম্যাচ শেষ! আমরা মাঠে এডভার্টাইজিং বোর্ডের সামনে এসে সেলিব্রেশন করে ফেলসি। ক্যামেরা এসে আমাদের ফোকাস করে রাখছে!
চার-পাঁচজন মিলে কথা হলো যে মাঠ চক্কর দেয়া যায় কিনা। সামনের জন দৌড় দিতে যাবে এমন সময় একজন চিল্লান দিলো, ‘হায় হায় নো-বল!’ বিগ স্ক্রিনে তাকিয়ে দেখি নো-বল ফ্রি হিট দেখাচ্ছে। জিম্বাবুইয়ান গ্যালারি উল্লাসে ফেটে পড়লো!
আমাদের দিকের কয়েকজন মাথায় হাত দিলো। একজন বললো, ‘ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গায় আজকে মোসাদ্দেক ডুবাইলো!’ আমি খালি বললাম, ‘এইটাও হারবো!’ আমার বউ বললো, ‘ভাগ্যে নাই। আজকেও হারবো! নাহলে নো-বল হবে কেন?’ মোটামুটি সবারই এক কথা। ‘ভাগ্যে নাই! নাহলে জেতার পরে নো-বল হবে কেন?’
এই ঘটনার পরে মোসাদ্দেকের বল করবার আগে খেয়াল করলাম, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের হার্টবিট শুনতে পাচ্ছি! একদম চুপ বাংলাদেশি গ্যালারি। যাই হোক, ম্যাচটা জিতলামই! আবার উল্লাসে ফেটে পড়লো সবাই। আমার এইবার জাস্ট একটা স্বস্তির নিঃশ্বাসই আসলো। যে ভাই বলছিলেন, ‘মোসাদ্দেককে মাইর দেয়া দরকার, তিনিই বললেন, যাহ, এক টিকেটে দুই জয়!’ ‘এক টিকেটে ডাবল সেলিব্রেশন!’ ডাবল সেলিব্রেশন নিয়ে এখন এডিলেড জয়ের টার্গেট ইন-শা-আল্লাহ!’
জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের ম্যাচের শেষ ওভারটি ছিল দম বন্ধ হয়ে যাওয়ার মতো। রোডেশীয়দের বিপক্ষে ৪ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছিল সাকিব আল হাসান বাহিনী। কিন্তু পরে রিভিউয়ে দেখা গেল মোসাদ্দেক হোসেন সৈকতের শেষ বলটি ‘নো’ হয়েছে। যে কারণে আবার মাঠে নামতে হয় বাংলাদেশকে, পরে টাইগাররা পায় ৩ রানের জয়। প্রসঙ্গত, নো-বল হয়েছে মূলত নুরুল হাসান সোহান স্টাম্প লাইনে এসে বল তালুবন্দী করার কারণে। কিন্তু গ্যালারির অনেক দর্শক ভেবেছিলেন, নো-বল হয়েছে মোসাদ্দেকের ভুলে।