পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্যমলী পরিবহনের একটি বাসের ধাক্কায় সমাজ রায় (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় চক্র রায় নামে অপর এক আরোহী আহত হয়েছেন।
রোববার (৩০ অক্টোবর) সকালে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সমাজ রায় ওই ইউনিয়নের মিলনগঞ্জ গ্রামের সুরেজ রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সমাজ ও চক্র রায় সকালে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়ে ভাউলাগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় গ্রামের একটি ছোট রাস্তা থেকে দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ সড়কে উঠলে ভাউলাগঞ্জগামী শ্যামলী পরিবহনের বাস তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুইজনই মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সমাজ রায়ের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন জানান, এ ঘটনায় শ্যামলী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। তবে চালাক ও তার সহকারী পালিয়ে গেছেন।