চাঁদপুরের হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করার অভিযোগ উঠেছে। এতে ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ৫ পুলিশ আহত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ সেতুর কাছে এ ঘটনা ঘটে। তবে পুলিশ টিয়ারশেল ও শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ শোভাযাত্রা বের করে বিএনপির সহযোগী সংগঠন যুবদল। পৌরসভার টোরাগড় স্বর্ণকলি স্কুলমাঠ থেকে শোভাযাত্রা হাজীগঞ্জ বাজার অভিমুখে রওনা দেয়। এটি হাজীগঞ্জ সেতুর কাছে যাওয়া মাত্র মিছিলের একেবারে সামনে থেকে কয়েকজন কর্মী দায়িত্বে থাকা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছুড়ে।
পরে মিছিলটি কিছুটা ছত্রভঙ্গ হয়ে ফের টোরাগড় স্বর্ণকলি স্কুলমাঠে মিলিত হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার আয়োজন করা হয়।
কেক কাটার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির কার্যকরি কমিটির সদস্য ও চাঁদপুর ৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) বিএনপির সমন্বয়ক মমিনূল হক।
এদিকে যুবদলের দাবি, অনুষ্ঠান চলার সময় পুলিশ হাজীগঞ্জ পূর্ব বাজার এলাকা থেকে যুবদলের কমপক্ষে আট নেতাকর্মীকে আটক করেছে।
শনিবার রাতে এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) যোবাইর সৈয়দ জানান, সংঘর্ষে তিনিসহ পরিদর্শক (তদন্ত), উপ পরিদর্শক মোস্তাক আহমেদসহ মোট ৫ পুলিশ আহত হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ৬ রাউন্ড টিয়ারশেল এবং ২৪ রাউন্ড শটগানের গুলি পুলিশকে ব্যবহার করতে হয়েছে।
তবে রাত ১০টা পর্যন্ত বেশ কয়েকজন আটকের বিষয়টি নিশ্চিত করে পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।