লালমনিরহাট সদর উপজেলার পোড়া বটেরতল এলাকায় ৪ লাখ ১৮ হাজার টাকা মূল্যের ৫১৪ বস্তা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় শনিবার (২৯ অক্টোবর) রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) রাতে ওই এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) ডিলার আতিকুর রহমান বাবু গুদাম থেকে ট্রাকে করে সার পাচার করছেন, এমন সংবাদের সূত্রে লালমনিরহাট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নোমান সরকার পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকসহ সে সব সার জব্দ করেন। এ ঘটনার পর থেকে সার ডিলার আতিকুর রহমান বাবু পলাতক রয়েছে।
জব্দ করা সারের মধ্যে রয়েছে ৩২০ বস্তা ডিএপি ও ১৯৪ বস্তা টিএসপি। প্রতি বস্তায় সারের পরিমাণ ৫০ কেজি। সরকার ডিলাদের কাছে প্রতি বস্তা ডিএপি সার ৭০০ টাকা ও টিএসপি সার ১ হাজার টাকা দরে বিক্রি করে। খুচরায় প্রতি বস্তা ডিএপি সার সর্বোচ্চ ৮০০ টাকায় এবং টিএসপি সার এক হাজার ১০০ টাকায় বিক্রি করতে ডিলারদের নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু ডিলাররা কৃত্রিম সংকট দেখিয়ে প্রতি বস্তা ডিএপি সার এক হাজার থেকে এক হাজার ১০০ টাকায় এবং টিএসপি এক হাজার ৪০০ থেকে এক হাজার ৫০০ টাকায় বিক্রি করছেন।
লালমনিরহাট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নোমান সরকার বলেন, শুক্রবার রাতে এ সব সার জব্দ করা হয়। কিন্তু বিএডিসি ডিলার এ সারের অনুকূলে কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে জব্দ করা সার কৃষি বিভাগের কাছে বুঝিয়ে দিয়ে আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
কৃষি বিভাগ থেকে লিখিতভাবে জানালে অভিযুক্ত সার ডিলারের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন মহেন্দ্রনগর সার গুদামের উপ সহকারী পরিচালক (ডিএডি) জুয়েল ইসলাম।
লালমনিরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা মারুফা ইফতেখার সিদ্দিকা বলেন, জব্দ করা ৫১৪ বস্তা সার থানায় জমা দেয়া হয়েছে। অভিযুক্ত সার ডিলার শনিবার (২৯ অক্টোবর) দুপুর পর্যন্ত জব্দ করা সারের ব্যাপারে কোনো ধরনের কাগজপত্র দেখাতে পারেননি। এ বিষয়ে বিএডিসি কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হবে।
এ ঘটনায় শনিবার (২৯ অক্টোবর) রাতে মামলা দায়ের হয়েছে বলে জানান লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম।