আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীদের প্রচারণা। এরই ধারাবাহিকতায় রোববার (৩০ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত হলো নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলের পক্ষে নৌকা র্যালি।
শতাধিক নৌকার সমন্বয়ে আলিটি বাদ্যযন্ত্রের তালে তালে নগরীর জেলা স্কুল-মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তুষার কান্তি মণ্ডল সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড প্রচারের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরে আসন্ন সিটি নির্বাচনে ভোটারসহ সবার সমর্থন চান।
তিনি জানান, নির্বাচনে মনোনয়ন পেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেসব স্বপ্ন রয়েছে রংপুর সিটিকে ঘিরে; সেসব বাস্তবায়ন করা হবে।
তুষার কান্তি মণ্ডল বলেন, আওয়ামী লীগের মেয়র ছাড়া রংপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন সম্ভব নয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আমাকে যদি মনোনয়ন দেন আমি রংপুর সিটি কর্পোরেশনের উন্নয়নের জন্য স্বচ্ছ কাজ করব। রংপুর সিটি করপোরেশনকে নিয়ে প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন সেগুলো বাস্তবায়ন করব।