সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৮নং ওয়ার্ডে সাধারণ আসনের কাউন্সিলর পদে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।
রোববার (৩০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নির্বাচন কমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২ নভেম্বর অনুষ্ঠিতব্য সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে সাধারণ আসনের কাউন্সিলর পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।
এ বিষয়ে মৌলভীবাজারের জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাকে দেয়া এক চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত অনুসারে পদ্ধতিগতভাবে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।
গত ২২ সেপ্টেম্বর নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছিল, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) বিশ্বনাথাসহ দেশের চার পৌরসভা ও এক উপজেলা পরিষদে আগামী ২ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
সেই তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল গত ৬ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই হয়েছে গত ১০ অক্টোবর। আর সবশেষ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল গত ১৭ অক্টোবর।