ছবি- সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আপত্তিকর ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিয়েছেন।
রোববার (৩০ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে অনুষ্ঠিত যৌথ সভা শেষে তিনি এ কথা বলেন। ‘মির্জা ফখরুল সাহেব টাকার বস্তার ওপরে শুয়ে শুয়ে স্বপ্ন দেখেন’ ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হবে। আমরা পৈতৃক সম্পত্তি বিক্রি করে রাজনীতি করি। কারও পয়সায় রাজনীতি করি না। আপনারা কী করেন, গোটা বাংলাদেশের মানুষ তা জানে। কীভাবে অর্থ উপার্জন করেন, এটাও সবাই জানে। আমাদের দলের প্রতিটা সদস্য চাঁদা দিয়ে প্রতিটি সমাবেশ সফল করেছে, এটাই আমাদের বৈশিষ্ট্য।
তিনি বলেন, আওয়ামী লীগের হাতে গত ১৫ বছরে বাংলাদেশের স্বপ্ন ভেঙেছে। আবারও বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে আওয়ামী সরকার। এখন তারা প্রতারণা করে আবারও একদলীয় শাসনের দিকে দেশকে নিয়ে যাচ্ছে। কৌশলে আদালত দিয়ে প্রতারণা করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। জাতিকে ভুল বুঝিয়ে ক্ষমতায় টিকে থাকার প্রয়াস আওয়ামী লীগের।
দেশের মানুষকে আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমরা দেশকে রক্ষার জন্য ঘুরে দাঁড়িয়েছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা এদের পরাজিত করব।