দিনাজপুরে ফুলবাড়ী উপজেলায় পরিত্যক্ত জমি থেকে জনি আহম্মেদ (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার শিবনগর ইউনিয়নের একটি পরিত্যক্ত জমি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জনি আহম্মেদ শিবনগর ইউনিয়নের বাসুদেবপুর কানাহার ডাঙ্গা গ্রামের মো. আতাউর রহমানের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
জনির ছোট ভাই রনি আহম্মেদ বলেন, আমার ভাই আগে রঙ মিস্ত্রীর কাজ করতেন। বর্তমানে তিনি কাঁটাবাড়ী গ্রামের সুমনের অটোরিকশা ভাড়ায় চালাতেন।
শনিবার (২৯ অক্টোবর) রাতে জনি অটোরিকশা নিয়ে বের হয়। এরপর আর বাড়িতে ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করা হয়েছে। পরে রোববার (৩০ অক্টোবর) সকালে তার মৃতদেহ জমিতে পাওয়া যায়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও তথ্য উদঘাটন ছাড়া এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়।