নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গাড়িচাপায় অজ্ঞাতপরিচয়ের এক ভবঘুরে যুবক (৩৫) নিহত হয়েছেন। রোববার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার পৌর এলাকার রূপালী ব্যাংকসংলগ্ন রাস্তার পাশে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে কেন্দুয়া পৌরসভার বিভিন্ন রাস্তায় দীর্ঘদিন ধরে নোংরা কাপড় পরে তাকে চলাচল করতে দেখা গেছে। তিনি মানসিক ভারসাম্যহীন হতে পারেন বলে জানান স্থানীয়রা।
জানা গেছে, ভোরে উপজেলার পৌর এলাকার রূপালী ব্যাংকসংলগ্ন রাস্তার পাশে হঠাৎ চিৎকার শুনতে পায় স্থানীয় সিএনজিচালিত অটোরিকশা চালকরা। তারা ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই যুবক।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা করা হচ্ছে, ভোরে হয়তো কোনো গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে আহত হয়ে থাকতে পারেন ওই যুবক।
কেন্দুয়া থানা পুলিশের উপপরিদর্শক( তদন্ত) আশরাফুল ইসলাম বলেন, সুরতহাল রিপোর্ট করার পর মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে নিহতের পরিচয় জানতে।