আগামী ১০ ডিসেম্বর সরকারের পতন ঘটিয়ে বিজয় মিছিল করার হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতারা। কর্মসূচিতে হামলা হলে পাল্টা ব্যবস্থার নেয়ার কথাও জানান তারা। বিএনপির অভিযোগ, ১৫ বছরে দেশের সব সম্পদ নষ্ট করছে সরকার।
ঢাকা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। রোববার (৩০ অক্টোবর) সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নবাবগঞ্জের কলাপোপা মাঠে জড়ো হন কেরাণীগঞ্জ, সাভার, ধামরাই, নবাবগঞ্জ ও দোহারের নেতাকর্মীরা।
এ সম্মেলনে যোগ দিয়ে দলের নীতি নির্ধারকরা বলেন, সরকার পতনের পদধ্বনি পাওয়া যাচ্ছে। ক্ষমতাচ্যুত করে ১০ ডিসেম্বর রাজধানীতে বিজয় মিছিল করার কথাও জানান তারা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যাবেন কোথায়, বাংলাদেশে থাকবেন, বাংলাদেশের জনগণের কাছে আপস করেন, আত্মসমর্পণ করেন, পদত্যাগ করেন, পার্লামেন্ট বিলুপ্ত করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগকে বলতে চাই মাটিতে, দেয়ালে কান পেতে শুনুন। পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। কারা জানি আসছে আপনাকে সরাতে।
এর আগে সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপির কোনো নেতাদের ব্যক্তিগত আক্রমণ করলে, সরকারকে রেহাই দেয়া হবে না।
ফখরুল বলেন, মানুষকে বোকা বানিয়ে, প্রতারণা করে তারা আবার এক দলীয় শাসন ব্যবস্থার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে শুধু নামে মাত্র গণতন্ত্র আছে, কিন্তু এলেই কোনো গণতন্ত্র নেই।
সরকারবিরোধী আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান দলের নেতারা।