অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় অঘটনই ঘটে গেছে! প্রথম ম্যাচে ভারতের কাছে ধরাশায়ী পাকিস্তান হেরেছে জিম্বাবুয়ের কাছেও। সেমিফাইনালের অনিশ্চয়তা নিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে রোববার (৩০ অক্টোবর) মাঠে নামছে বাবর আজমরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়।
টিকে থাকতে পাকিস্তানকে জিততেই হবে নেদারল্যান্ডসের বিপক্ষে। কেবল নেদারল্যান্ডস নয়, বাকি তিন ম্যাচের তিনটিতেই। অবশ্য শেষ চারে জায়গা করে নিতে, এই তিন জয়ও যথেষ্ট নয় দলটির জন্য। পাকিস্তানের ভাগ্য ঝুলে আছে গ্রুপের অন্য দলগুলোর জয়-পরাজয়ের ওপরে।
বাংলাদেশের বিপক্ষে দারুণ লড়াই করে জিততে জিততেও হেরে গেছে গ্রুপপর্বে দারুণ খেলা নেদারল্যান্ডস। এরপর দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৫৬ রানের ব্যবধানে হেরে যায় ডাচরা। এতে সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে তাদের। তবুও বিশ্বকাপের ম্যাচ বলে কথা। তাই পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় তারা।
এদিকে, জটিল সমীকরণেও টুর্নামেন্টের সেমিফাইনালের আশা ছাড়ছেন না পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফ। বিতর্কের ঝড়কে এড়িয়ে পরবর্তী ম্যাচের দিকে ফোকাস করার চেষ্টা করছেন তারা। অতীতের ভুলগুলো ঠিক করে তারা এগিয়ে যেতে চান।
ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের দুটি হারই অল্পের জন্য হয়েছে। এতে ক্ষোভ বাড়ে পাকিস্তানের সমর্থকদের। সে বিষয়ে হারিস রউফ বলেন, ‘আমরাও কষ্ট পেয়েছি। এখন আমাদের ভুলগুলো সমাধান করার চেষ্টা করেছি। নেদারল্যান্ডসের বিপক্ষে চ্যালেঞ্জটিকে হালকাভাবে নেবে না পাকিস্তান। বিশ্বকাপে কোনো দল দুর্বল বা শক্তিশালী দল নয়। সবাই একটা আন্তর্জাতিক খেলা খেলছে এবং কাপ জিততে এসেছে।’