ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে ডুবে যাওয়া মাছধরা ট্রলারের আরও এক জেলেকে উদ্ধার করেছে ভারতের কোস্টগার্ড। রোববার (৩০ অক্টোবর) দুপুরে মো. আনোয়ার হোসেন নামে ওই জেলেকে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে ভারতীয় কোস্টগার্ড।
রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার স্টাফ অফিসার (গোয়েন্দা) লেফটেন্যান্ট কমান্ডার এম মামুনুর রহমান।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর ভোলার নুরাবাদ ঘাট থেকে ইলিশ আহরণের জন্য সমুদ্রে যাবার পর ২২ অক্টোবর সাগরে নিম্নচাপ সৃষ্টি হয় এবং সাগর প্রচণ্ড উত্তাল হয়ে ওঠে। এক পর্যায়ে ২১ জেলেসহ ট্রলারটি ডুবে যায়। এ সময় প্রাণ বাঁচাতে ডুবন্ত ট্রলারের ফোট ধরে প্রায় সাত দিন ধরে সমুদ্রে ভাসছিলেন জেলে মো. আনোয়ার হোসেন। এভাবে ভাসতে ভাসতে বাংলাদেশের সমুদ্রসীমা অতিক্রম করে ভারতের সমুদ্র সীমানায় পৌঁছান তিনি। এরইমধ্যে ২৯ অক্টোবর সকালে অসুস্থ অবস্থায় ভারতীয় কোস্টগার্ড তাকে উদ্ধার করে।
উদ্ধার মো. আনোয়ার হোসেন ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার বাসিন্দা। ওই ঘটনায় নিখোঁজ অন্য জেলেদের খোঁজ এখনও পাওয়া যায়নি।
লেফটেন্যান্ট কমান্ডার এম মামুনুর রহমান জানান, পরে ভারতীয় কোস্টগার্ডের পক্ষ থেকে বাংলাদেশ কোস্টগার্ডের সাথে যোগাযোগ করা হয় এবং রোববার মো. আনোয়ার হোসেনকে হস্তান্তর করা হয়।
প্রাথমিক চিকিৎসা শেষে রোববার সন্ধ্যায় মোংলা কোস্টগার্ড এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের উপস্থিতিতে আনোয়ার হোসেনকে ট্রলার মালিক ও তার পরিবারের কাছে বুঝে দেয়া হয় বলেও জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।