ভারত ভ্রমণ শেষে দেশে ফেরার পথে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে অসুস্থ হয়ে রয়েল (৪২) নামের এক পাসপোর্টধারী যাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সীমান্তের জিরো পয়েন্টে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত রয়েল (৪২) দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার তাছির উদ্দিনের ছেলে।
নিহতের বন্ধু শফিকুল ইসলাম জানান, গত শুক্রবার (২৮ অক্টোবর) টুরিস্ট ভিসা নিয়ে তারা দুই বন্ধু ভারতে ঘুরতে যান। ভ্রমণ শেষে আজ তারা দুইজনই দেশে ফিরছিলেন। সকাল ভারতে ইমিগ্রেশন কাস্টমস শেষ করার সময় রয়েল হঠাৎ অসুস্থবোধ করলে ভারত ইমিগ্রেশন কর্তৃপক্ষ দ্রুত তাদের বাংলাদেশে পাঠিয়ে দেন।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি বদিউজ্জামান জানান, সকালে ভারত থেকে দেশে প্রবেশ করেন রয়েল। প্রবেশের আগ মুহূর্তে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হুমায়ুন কবির জানান, হাসপাতালে আনার আগেই ওই রোগীর মৃত্যু হয়েছে।