বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দা রহমানের ওপর গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজশাহীতে ঝটিকা মশাল মিছিল করেছে জেলা শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।
মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর নর্দানের মোড় থেকে মশাল মিছিলটি বের করে তারা। এ সময় তারেক রহমান ও তার স্ত্রী বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
রাজশাহী জেলা ছাত্রদলের সভাপতি পদ প্রত্যাশী শামীম সরকার এর নেতৃত্বে মশাল মিছিলটি বের হয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত স্থান ত্যাগ করে তারা। মিছিলে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করে।
প্রসঙ্গত, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (১ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আসাদুজ্জামানের আদালত অভিযোগপত্র গ্রহণ করে এই আদেশ দেন।