ফাইল ছবি
অভিজাত এলাকার মাদক সিন্ডিকেটের মূলহোতাকে ৫০০ গ্রাম আইসসহ (ক্রিস্টাল মিথ) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। তবে প্রাথমিকভাবে আটক ব্যক্তির নাম-পরিচয় জানায়নি ডিএনসি।
বুধবার (২ নভেম্বর) সকালে ডিএনসির সহকারী পরিচালক (দক্ষিণ) সুব্রত সরকার শুভ সংবাদমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন।
সুব্রত সরকার শুভ বলেন, মঙ্গলবার (১ নভেম্বর) রাতে রাজধানীর ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম আইসসহ তাকে আটক করা হয়। আটক ব্যক্তি অভিজাত এলাকার মাদক সিন্ডিকেটের মূলহোতা।
এ বিষয়ে বুধবার (২ নভেম্বর) দুপুরে গেন্ডারিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো কার্যালয়ে (দক্ষিণ) আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ।