শরীয়তপুরের ভেদরগঞ্জে আশ্রয়ণ প্রকল্প-২ এর জমি পরিদর্শনে গিয়ে ভূমিদস্যুদের হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), রামভদ্রপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও এক বীর মুক্তিযোদ্ধা। এ সময় দুইজন আহত হয়।
এ ঘটনায় মঙ্গলবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে ভেদরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। এর আগে দুপুর দেড়টার দিকে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- রামভদ্রপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেজা শাহ্ আলম (৫০) ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হাই (৭৫)। তাদের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
থানায় মামলা ও আহত রেজা শাহ্ আলম জানান, মঙ্গলবার দুপুরে ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর এলাকায় প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর (গৃহহীন ও ভূমিহীন) জমি পরিদর্শনে যান রামভদ্রপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেজা শাহ্ আলম। এ সময় তাকে স্থানীয় ভূমিদস্যু মীর গোলাম মোস্তফা (৫৮), জিন্না মীর মালত (৬২) হঠাৎ লোকজন নিয়ে এসে অকথ্য ভাষায় গালাগালি করে এবং বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত সরকারি সাইনবোর্ড ভেঙে ফেলে। তাছাড়া তারা বাঁশ দিয়ে জমি দখল করার চেষ্টা করে। শাহ্ আলম প্রতিবাদ করলে তাকে লাথি, কিলঘুষি মেরে আহত করে। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তাকে উদ্ধার গেলে তাকেও মারধর করা হয়। পরে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইমামুল হাফিজ নাদিম বিষয়টি যেনে তাদের উদ্ধার করতে গেলে, তাদের ওপরও হামলা চালায় ভূমিদস্যুরা।
মামলার আসামি মোস্তফা ও জিন্না’র সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাদের পাওয়া যায়নি।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর জমি পরিদর্শনে গিয়ে দুইজন আহত হয়। সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় আমরা মামলা করেছি।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহলুল খান বাহার বলেন, হামলার ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে রামভদ্রপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মামলা করেছেন। মামলার পরপরই আসামিরা পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।