চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ও ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। তবে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিভিন্ন স্থান থেকে ৫ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শুরু হয় কেন্দ্রগুলোতে। তবে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বড় উঠান থেকে ৩ জনকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম।
আটককৃতরা হলেন- মো. মোরশেদুল ইসলাম, মো. কাওসার ও মো. সালাউদ্দিন।
এছাড়া আরেকটি কেন্দ্র থেকে ২ জনকে আটক করা হয়েছে। বিভিন্ন অভিযোগে মোট ৫ জনকে আটক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম জানান, তারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চেষ্টা করে এবং বহিরাগত হিসেবে অন্য ইউনিয়ন থেকে এসেছেন। এ কারণে তিনজনকে আটক করা হয়েছে। এ ছাড়া একজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
কর্ণফুলী উপজেলায় ভোটার এক লাখ ১৬ হাজার। ৪৫টি কেন্দ্রের ৩২০টি বুথে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। মাঠে আছেন ৬ জন নির্বাহী ও ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
এদিকে ফটিকছড়ির পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৮ কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। ভোটার ৩৫ হাজার। ভোট দিতে পেরে সন্তুষ্ট প্রকাশ করেন ভোটাররা।