ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) চারজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ১ হাজার ৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের দিন ডেঙ্গুতে আটজনের মৃত্যু হয়েছিল। আর ৯৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
বুধবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সবশেষ ডেঙ্গু পরিস্থিতির তথ্যানুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোয় নতুন রোগী ভর্তি হয়েছেন ৬০০ জন। ঢাকার বাইরে ৪৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এনিয়ে চলতি বছর এ রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪০ হাজার ১০১ জন। এর মধ্যে ঢাকায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ১৪৮ জন এবং ঢাকার বাইরে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১২ হাজার ৯৫৩ জন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৫২ জন। এ বছর এখন পর্যন্ত ৩৬ হাজার ১৯৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।
গত কয়েক বছরের তুলনায় এ বছর সিটি করপোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। তারা পরামর্শ দিয়েছিলেন, এডিস মশা নিয়ন্ত্রণে করপোরেশনকে অবিলম্বে ব্যাপক ব্যবস্থা নিতে হবে।
এদিকে দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপের সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য রোগীদের ঢাকামুখী হওয়ার প্রবণতাও বাড়ছে।
এক্ষেত্রে জেলা কিংবা উপজেলা পর্যায়ের হাসপাতালে সুচিকিৎসা না পাওয়ার অভিযোগ তাদের। চিকিৎসকরা বলছেন, এতে রোগীর ধকল বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর হাসপাতালগুলোতে পড়ছে নেতিবাচক প্রভাব। ডেঙ্গু রোগীর চিকিৎসার গাইডলাইন সব স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে একই রকম উল্লেখ করে অহেতুক আতঙ্কিত না হওয়ার পরামর্শ তাদের।