পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গুলি করে হত্যার চেষ্টা চালানো হয়েছে। এ সময় দুই সহযোগীসহ আহত হয়েছেন ইমরান খান। এ ছাড়া একজন নিহতও হয়েছেন। ইমরানকে গুলি করে হত্যাচেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ইমরানের দলের ডাকে লংমার্চ চলাকালে ট্রাকে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি অটোমেটিক পিস্তল দিয়ে পরপর গুলি করছেন। এ সময় পিটিআই কর্মীরা ছুটে গিয়ে ওই ব্যক্তিকে জড়িয়ে ধরে মাটিতে ফেলে দেন।
এ ঘটনায় আততায়ীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ডন। পাকিস্তানের রাজধানী ইসলামাদ থেকে ২শ কিলোমিটার দূরে পাঞ্জাবের গুজরানওয়ালা এলাকার আল্লাওয়ালা চকে লংমার্চের গাড়ি যখন আসে তখন গুলি করা হয়। এ সময় ইমরান খানের পায়ে গুলি লাগে। এরপর তাকে ঘটনাস্থল থেকে দ্রুত সরিয়ে নেয়া হয়।
ইমরানের দল পিটিআইয়ের এক কর্মী জানান, ইমরানের পায়ে অন্তত ৩ থেকে ৪টি গুলি লেগেছে। ইমরান খান ছাড়া পিটিআই নেতা ও সিনেটর ফয়সাল জাভেদ এবং আহমেদ চিত্তাও আহত হয়েছেন। এ ছাড়া দলটির এক কর্মী প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। হামলাকারী গুলি করে পালানোর সময় ইমরান খানের এক সমর্থক তাকে জড়িয়ে ধরেন। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। হামলাকারীর পরিচয় সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
ইমরান খানের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এছাড়া তিনি স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহকে পুলিশপ্রধান ও পাঞ্জাবের মুখ্যসচিবকে ঘটনা তদন্তের নির্দেশ দিতে বলেছেন তিনি।
ইমরানের ওপর হামলার ঘটনা ২০০৭ সালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে গুলি করে হত্যার ঘটনা স্মরণ করিয়ে দিচ্ছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।