পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বৃহস্পতিবার (৩ নভেম্বর) এক টুইট বার্তায় তিনি বলেন, ‘ইমরান খান ও তার সমর্থকদের ওপর হামলা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। আমি দৃঢ়ভাবে এই সহিংসতার নিন্দা জানাচ্ছি। রাজনীতি, গণতন্ত্র ও সমাজ- কোথাও সহিংসতার কোনো স্থান নেই। আমি ইমরান ও আহত অন্যান্যদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
হাকিকি আজাদি নামের লং মার্চে ইমরান খানের ওপর হামলার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছে নেটিজেনরা। টুইটার ট্রেন্ডিংয়ে এক নম্বরে এখন পাকিস্তান। নোবেল বিজয়ী মালালা ইউসুফ জায়সহ দেশটির বড় বড় তারকা, বর্তমান ও সাবেক খেলোয়াড়সহ সব শ্রেণির মানুষ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে, ইমরান খানের দ্রুত সুস্থতা কামনা করেছেন তারা।
হামলার ঘটনায় আনুষ্ঠানিকভাবে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি চিরপ্রতিদ্বন্দ্বী ও প্রতিবেশী দেশ ভারত। তবে এনডিটিভির খবরে বলা হয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ‘আমরা গভীরভাবে ঘটনা পর্যবেক্ষণ করছি এবং পাকিস্তানের পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করতে থাকব।’
তবে, ভারত সরকার চুপ থাকলেও নিন্দা জানিয়েছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।
এছাড়াও বিশ্বের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইমরানের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে।