নেত্রকোনায় হাতির পিঠে চড়ে বউ আনতে গেলেন শালমান শাহ (২৪) নামে এক যুবক। আর এমন বরযাত্রা দেখে ভিড় জমালেন পাড়াপ্রতিবেশী। শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে নেত্রকোনা সদরে ঘটে এ ঘটনা।
উপজেলার মদন ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মৃত ছদরুল ইসলাম তালুকদারের ছেলে শালমান শাহ।
শালমান জানান, নানী জবেদা আক্তারের ইচ্ছা পূরণ করতে গিয়েই বরবেশে হাতির পিঠে চড়ে বউ আনতে যান তিনি।
জানা গেছে, শালমান শাহের সাথে একই উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী গ্রামের মৃত আব্দুল গনি (বেচু) মিয়ার মেয়ে মুক্তামণির বিয়ে দিন ধার্য ছিল শুক্রবার।
বরের নানী জবেদা আক্তার হাতির পিঠে চড়িয়ে নাতীবউ আনার ইচ্ছা পোষণ করলে কনের পরিবার এতে সম্মতি দেয়। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার বিয়ে উপলক্ষে ২০ হাজার টাকায় ভাড়া করা হাতির পিঠে চড়ে বউ আনতে যায় বর।
বরের চাচা বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম তালুকদার জানান, ‘আমার বড় ভাইয়ের শাশুড়ির কথা রাখতে গিয়ে আমার ভাতিজা হাতি নিয়ে বউ আনতে গেছে। আমরা বরযাত্রী অন্য গাড়িতে করে কনের বাড়িতে গেছি।’
বরের নানী জানান, ‘আমার তিন মেয়ের কোনো ছেলে সন্তান ছিল না। এরপর আমার এক মেয়ের কোলে এই ছেলে আসতেই জন্মের সময় আমি তাকে প্রথম কোলে নিয়ে বলেছিলাম, যদি বড় হয়ে বিয়ে করে তাহলে সে হাতির পিঠে চড়ে বিয়ে করতে যাবে। এতদিনে আমার সে আশা পূরণ হয়েছে। আমি খুব খুশি।’