ছবি: কাঞ্চন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহসভাপতি অমিত হাসান অনিক।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের মশাল মিছিলে ছাত্রলীগ-যুবলীগের করা হামলায় অমিত হাসান অনিক (১৮) নামে কাঞ্চন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহসভাপতি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে রূপগঞ্জ থানা ছাত্রদলের নেতাকর্মীরা মশাল মিছিল বের করলে হামলার ঘটনা ঘটে।
নিহত অমিত হাসান অনিক রূপগঞ্জের চরপাড়া এলাকার আমীর হোসেনের ছেলে। স্থানীয় দাইমুদ্দিন হাসপাতালের পাশে তাদের বাড়ি।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়েদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে মশাল মিছিল বের করে রূপগঞ্জ থানা ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলের প্রায় শেষ পর্যায়ে হঠাৎ লাঠিসোঁটা, রামদা ও রড নিয়ে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় ছয়জন আহত হন। গুরুতর আহতাবস্থায় ছাত্রদল নেতা অনিককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অনিকের মৃত্যু হয়। অনিকের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনার নিন্দা জানিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ‘রূপগঞ্জে বাকশালি আওয়ামী লীগের হায়েনার দল মশাল মিছিলে হামলা করে ছাত্রদল নেতা অনিককে হত্যা করেছে। আমরা বিচার চাই না। বিচার করব ইনশাল্লাহ।’