সাম্প্রতিক সময়কার একজন তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান। এর আগে ‘ফুলের নামে নাম’ নাটকে অভিনয় দিয়ে দর্শকদের মাঝে মুগ্ধতা ছড়িয়েছেন সাদিয়া।
এবার ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে একটি নতুন সিরিজে কাজ করেছেন তিনি। সিরিজটির নাম ‘ইন্টার্নশিপ।’ গল্পটি একটি এনজিওকে ঘিরে। নতুন কাজের পরিবেশে ভীত গল্পের নায়ক শুভ্র। যখন কাজ নিয়ে হিমশিম খেতে হচ্ছে তখনই অফিসে আগমন হয় গল্পের নায়িকার অর্থাৎ মণিশার।
তবে নায়কের জীবনে আগে থেকেই অন্য মেয়ের আগমন রয়েছে। একদিকে গল্পের নায়ক শুভ্র নার্ভাস অপরদিকে নায়িকা মিষ্টি মেয়ে ও সবার প্রিয় মণিশা।
সিরিজটি কী মিষ্টি প্রেমের গল্প! নাকি শুভ্র ও মণিশার গল্প অন্যদিকে মোড় নেবে? নাকি গল্পে আছে নতুন টুইস্ট তা নিয়েই সিরিজ ‘ইন্টার্নশিপ’। সিরিজটি পরিচালনা করেছেন রেজাউর রহমান।
সিরিজটিতে কেন্দ্রীয় চরিত্রে আছেন তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান এবং সৌম্য জ্যোতি। মণিশার চরিত্রে সাদিয়া আয়মান এবং শুভ্র’র চরিত্রে অভিনয় করেছেন সৌম্য জ্যোতি। সিরিজে এনজিও’র বসের চরিত্রে অভিনয় করেছেন আরেক গুণী অভিনেত্রী শম্পা রেজা।
মণিশার চরিত্র নিয়ে সময় সংবাদের সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। তিনি জানান, ‘চরিত্রটা ভারি মিষ্টি। মণিশা সবার পছন্দের; তাছাড়া শুভ্র খুব স্মার্ট হলেও নার্ভাস থাকে আর নার্ভাস হয়ে উল্টাপাল্টা কাজ করে।’
সাদিয়া আরো জানান, ‘সৌম্য আর আমি এর আগেও একসঙ্গে কাজ করেছি। সৌম্য আর আমি সমবয়সী আর আমাদের মধ্যে সম্পর্কটাও বেশ ভালো হওয়ায় কাজটা করে মজা পেয়েছি।’ ইতোমধ্যে সিরিজটির শুটিং শেষ করেছেন সাদিয়া। ডিসেম্বর নাগাদ আসতে যাচ্ছে সিরিজটি।