নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক পিকআপ চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
রোববার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার আড়িয়াব এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জুবায়ের আহমেদ জানান, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। দুপুরে উপজেলার আড়িয়াব এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী একটি পিকআপের সঙ্গে ওই বাসের সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ ও পিকআপটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এর চালকের মৃত্যু হয়। এ সময় আহত হন তিনজন।
হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপটি জব্দ করেছে। তবে দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে যান। তাদের আটকের চেষ্টাসহ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।