ঢাকায় নিযুক্ত নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির নেতারা। মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
এর আগে বিকেল ৩টা ৯ মিনিটে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছান নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন এবং সুইডিশ রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে। বিকেল ৩টা ১০ মিনিট থেকে শুরু হওয়া বৈঠকটি চলে টানা ১ ঘণ্টা ১০ মিনিট।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী অংশ নেন।
বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু চৌধুরী মাহমুদ চৌধুরী। তিনি জানান, বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, তত্ত্বাবধায় সরকার ইস্যু ও বিএনপির চলমান কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
আমীর খসরু বলেন, বিদেশি দুই রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও আগামী সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অন্যান্য দেশের মতো তারা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখার আশা প্রকাশ করেছেন।