ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগে দুঃসংবাদ ভারতীয় শিবিরে। হঠাৎ চোট পেয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। অ্যাডিলেডে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুর ২টায় ইংলিশদের বিপক্ষে খেলবে ভারত। সেই ম্যাচের আগে অধিনায়কের চোট ভারতীয় দলকে চিন্তায় ফেলে দিল।
মঙ্গলবার (৮ নভেম্বর) অ্যাডিলেডের নেটে অনুশীলনের সময় ডান হাতে চোট পেয়েছেন ভারত কাপ্তান। প্রাথমিক চিকিৎসা নেয়ার পর পুনরায় ব্যাটিং করার চেষ্টা করেন হিটম্যান। বল ব্যাটে লাগার পরেই হ্যান্ডেল থেকে ডান হাত সরিয়ে নিতে দেখা যায় তাকে।
অস্বস্তি অনুভব করায় অনুশীলন বন্ধ করে দেন রোহিত। বেশ বড় চোট বলেই মনে করা হয়েছিল। রোহিতের ডান হাতে বরফ বেঁধে দেয়া হয়। তার মুখ দেখে মনে হচ্ছিল বেশ যন্ত্রণা অনুভব করছেন তিনি। চোটের পর প্রায় পৌনে এক ঘণ্টা বরফ লাগানোর পর ফের নেটে ফেরেন রোহিত। স্লো থ্রো ডাউনে ব্যাট লাগিয়ে যাচাই করে নেন কব্জির অবস্থা।
রোহিত নেটে ফেরায় প্রাথমিকভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভারতীয় শিবির। কিন্তু চোট গুরুতর হলে নিঃসন্দেহে সমস্যায় পড়বে টিম ইন্ডিয়া। রোহিতের চোট কতটা গুরুতর তা দেখবেন চিকিৎসকরা। এখনও দলের পক্ষ থেকে অধিনায়কের চোট নিয়ে কিছু বলা হয়নি। তিনি খেলতে না পারলে লোকেশ রাহুলকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চেনা ফর্মে নেই রোহিত শর্মা। আসরের গ্রুপ পর্বে পাঁচটি ম্যাচ খেলেছেন হিটম্যান। তার মধ্যে চারটি ম্যাচেই ব্যর্থ অধিনায়ক। পাকিস্তানের বিপক্ষে করেছেন ৭ বলে ৪ রান। প্রোটিয়াদের বিপক্ষে ১৪ বলে ১৫ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন তিনি। টাইগারদের বিপক্ষে ৮ বলে ২ রান এসেছে রোহিতের ব্যাট থেকে। আর সবশেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে করেছেন ১৩ বলে ১৫ রান। একমাত্র নেদারল্যান্ডসের বিপক্ষে হাফ সেঞ্চুরি এসেছে রোহিতের ব্যাট থেকে।