ছবি: ঐন্দ্রিলা শর্মা
ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। হঠাৎ মঙ্গলবার (১ নভেম্বর) স্ট্রোক করলে তাকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে হাসপাতালে কোমায় ছিলেন এ অভিনেত্রী। অবশেষে তার জ্ঞান ফিরেছে।
কর্তব্যরত চিকিৎসকরা জানান, টানা ৬ দিন লড়াইয়ের পর ভেন্টিলেশন থেকে বের হলেন ঐন্দ্রিলা। এখন তার অবস্থা স্থিতিশীল। জ্বর নেই, রক্তচাপ, শ্বাসপ্রশ্বাসও স্বাভাবিক।
এখনই শতভাগ বিপদ কাটেনি। কারণ ঐন্দ্রিলার পুরোপুরি জ্ঞান ফেরেনি। স্বাভাবিক অবস্থায় ফিরতে এখনও কিছুটা সময় পার করতে হবে। তবে কৃত্রিম শ্বাসযন্ত্রের প্রয়োজন এখন আর নেই।
এ খবর নিশ্চিত করেছে ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচী। তিনি তার ফেসবুক পেজে এ বিষয়ে লিখেছেন, হাসপাতালে ছয় দিন পূর্ণ হলো আজ, ঐন্দ্রিলার এখনও পুরোপুরি জ্ঞান ফেরেনি। তবে ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসতে পেরেছে, শ্বাসক্রিয়া আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে, রক্তচাপও মোটামুটি স্বাভাবিক। জ্বর কমেছে।
ভালোবাসার শক্তির জোরেই যে ঐন্দ্রিলা মৃত্যুর মুখ থেকে ফিরেছেন তা আরেকবার প্রমাণ করে দিল সব্যসাচী।
শুক্রবার ( ৪ নভেম্বর) তিনি তার সোশ্যাল হ্যান্ডেলে লিখেছিলেন, নিজের হাতে করে হাসপাতালে নিয়ে এসেছিলাম, নিজের হাতে করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। এর অন্যথা কিছু হবে না। সব্যসাচী আরও লিখেছেন, জেনে রাখুন, মেয়েটা লড়ে যাচ্ছে। সঙ্গে লড়ছে একটা গোটা হাসপাতাল।
তার এই স্ট্যাটাসের তিন দিন পরেই সারা দিতে শুরু করেছেন ঔন্দ্রিলা। দুবার দুরারোগ্য ক্যানসারকে হারিয়ে অভিনয়ে ফিরে ভালোই কাজ করছিলেন। তবে হঠাৎ যেন স্ট্রোক তার জীবনে ছন্দপতন করে দিল।
উল্লেখ্য, সব সময়ের মতো এবারও সারাক্ষণ ঐন্দ্রিলার পাশে আছেন প্রেমিক সব্যসাচী। এত সংকট অবস্থাতেও আশা হারাননি তিনি। এমন সম্পর্ক বর্তমান সময়ে পাওয়া কঠিন।
সূত্র: আনন্দবাজার