ছবি: দিয়া মির্জা
ক্যারিয়ারের শুরুতে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছিলেন দিয়া মির্জা। আর তার পর থেকেই হোটেলে গেলে শুধু ক্যামেরা খোঁজেন এ বলিউড নায়িকা।
ওই ঘটনার পর থেকেই হোটেলের এক একটি ঘর তার কাছে আতঙ্ক। তিনি কাজ বা ব্যক্তিগত প্রয়োজনে কোনো হোটেলে উঠলে প্রথমেই প্রতিটি ঘরের কোনাতে ক্যামেরা খুঁজতে চেষ্টা করেন।
কিন্তু কেন এমন করেন দিয়া? এর কারণ অবশ্য বেশ বেদনাদায়ক। বলিউড অভিনেত্রী জানান, ২০০১ সালে ‘রেহনা হ্যায় তেরে দিল মেঁ’ ছবিটি দিয়ে বলিউডে অভিষেক হয় তার। সে সময় হোটেলের বাথরুমে তার গোসল করার ভিডিও ভাইরাল হয়ে যায়। এতে ভোগান্তি পোহাতে হয় অভিনেত্রীকে। তারপর থেকেই অসম্ভব সচেতন হয়ে পড়েন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত হওয়া একটি প্রতিবেদন থেকে জানা যায়, এ বিষয়ে দিয়া বলেছেন; ১১ বছর আগের সেই ঘটনার পর থেকেই বাইরে কোথাও গেলে ভীষণ সতর্ক থাকি আমি।
সম্প্রতি একই ঘটনা ঘটেছে আনুশকা শর্মা আর বিরাট কোহলির জীবনে। অস্ট্রেলিয়া সফরে আনুশকা আর বিরাটের হোটেলের ঘরের ছবি প্রকাশ্যে এসেছে। এতে ভীষণ ক্ষুব্ধ হয়েছেন আনুশকা। আনুশকার ভাষায়, অনুরাগীরা মাঝে মাঝে তারকাদের ব্যক্তিগত পরিসরে ঢোকার চেষ্টা করেন, সেটা খুবই খারাপ।